 
              প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ০৪:৫৩ পিএম
 
                 
                            
              বাংলাদেশ জামায়াতে ইসলামী এককভাবে নির্বাচনের লক্ষ্যে সারা দেশে প্রার্থী ঘোষনা দিয়েছে। এক্ষেত্রে আমরা সকল দলের সাথে যোগাযোগ করছি। বিশেষ করে ইসলামী দলগুলোর সাথে আমরা যোগাযোগ বাড়িয়েছি। আমাদের সাথে মতের মিল হলে নির্বাচনের আগে জোট হতে পারে। শনিবার সকালে ঝালকাঠি প্রেসক্লাবের হলরুমে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঝালকাঠি-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শেখ ঢাকা মহানগর জামায়াত নেতা নেয়ামুল করিম একথা বলেন।
জেলা জামায়াত আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর বিএম আমিনুল ইসলাম, জেলা সেক্রেটারি মো. ফরিদুলসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় শেখ নেয়ামুল করিম তার বক্তব্যে মাদক ও শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে এশটি বেষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত বরেন।
এসময় প্রেসক্লাব সভাপত্বি কাজী খলিলুর রহমান ও সাধারন সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      