 
              প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ০৮:০২ পিএম
 
                 
                            
              কুড়িগ্রামে সেনাবাহিনীর যৌথ অভিযানে ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে আটক হয়েছে। শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে কুড়িগ্রাম শহরের ত্রিমোহনীতে ৪৮ বোতল ফেন্সিডিল এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী, জেলার নাগেশ্বরী পৌরসভার ভাই-ভাই মোড় এলাকার আজিজ উল্লাহর ছেলে আলতাফ হোসেন (৪৮)।
জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ও ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনীর যৌথ অভিযানে শহরের ত্রিমোহনী মোড় থেকে রাজারহাটের দিকে মাদক বহনকালে আলতাফ হোসেনকে হাতেনাতে মাদকসহ আটক করা হয়। এসময় তার কাছে ৪ বোতল ফেন্সিডিল, ব্যবহৃত যানবাহন মোটরসাইকেল এবং একটি বাটন মোবাইল ফোন আটক পাওয়া যায়। পরে আটককৃত মাদক ব্যবসায়ীকে কুড়িগ্রাম সদর থানায় সোপর্দ করা হয় ।
এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুল্লা নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসমাীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      