 
              প্রকাশিত: মার্চ ২১, ২০২৫, ০৭:৫৪ পিএম
 
                 
                            
              পবিত্র রমজানে সন্ত্রাসী, অবৈধ রাষ্ট্র শান্তিচুক্তি ভঙ্গ করে গাজায় হামলা ও নির্মম গণহত্যা চালিয়ে বিশ্বের সাড়ে সাত শ কোটি মানুষের অন্তরে আঘাত করেছে। এ হামলার মাধ্যমে তারা শুধু শান্তিচুক্তি ভঙ্গই করেনি, বরং যুদ্ধাপরাধ করেছে। এসব করে দখলদার আগ্রাসী বাহিনীর শেষ রক্ষা হবে না। বরং ইসলাম ও মুসলমানদের চূড়ান্ত বিজয় নিশ্চিত হবে। গাজা ও ফিলিস্তিনবাসীর জন্য চূড়ান্ত বিজয় অপেক্ষা করছে।
শুক্রবার (২১ মার্চ) বাদ জুময়া ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে গাজায় নজিরবিহীন ইজরায়েলী হামলা ও ভারতে মুসলমানদের নির্বিচারে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা আরো বলেন, ফিলিস্তিনের গাজা উপত্যকার আবাসিক এলাকাগুলোতে ইসরায়েলের একের পর এক বর্বরোচিত বোমা হামলায় রক্তে রঞ্জিত হচ্ছে মুসলিমদের পবিত্র ভুমি। অপরদিকে শিশুদের কাঁন্না আর লাশের মিছিলে যখন আকাশ বাতাস ভারি হয়ে গেছে, মা বোনদের রুহু আহাজারিতে পৃথিবী কেঁপে উঠছে। কিন্তু আজকের বিশ্বের মোড়লরা নিশ্চুপ ভূমিকা পালন করছে।
আজ ভরাক্রান্ত হৃদয়ে বলতে চাই সারা পৃথিবীতে প্রায় ২শ’ কোটি মুসলমানের বসবাস। এককভাবে কোনো জাতির সংখ্যাগরিষ্টতা নাই। কিন্তু অত্যন্ত দুঃখে সাথে বলতে হয় এত বড় জাতির নেতৃত্বে যারা রয়েছেন তারা আজ ভোগ বিলাশে মগ্ন। এই সকল নেতৃবৃন্দকে হাসর ময়দানে আল্লাহর বিচারের কাঠ গড়ায় দার করিয়ে দিব।
ফিলিস্তিনের ভাই বোনদের বর্তমান অবস্থা পৃথিবীর কোনো মানুষের সহ্য করার মত নয়। যেই দেশে একটি কুকুর মারা গেলেও জাতিসংঘের মায়া কান্না শুরু হয়ে যায়। অথচ গাজায় হাজার হাজার শিশুসহ লাখ লাখ অসহায় গাঁজাবাসিকে অন্যায় ভাবে হত্যা করা হলেও আজ জাতিসংঘের কার্যকর কোনো পদক্ষেপ নিতে আমরা দেখিনা। অতএব এই জাতিসংঘ দ্বারা মুসলমানদের কোনো অধিকার বাস্তবায়ন হবেনা। তাই অচিরেই মূসলিম জাতিসংঘ গঠন করতে হবে।
এর আগে পৌর শহরের বি এল এস জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মোনাজাতের মাধ্যমে শেষ করে।
এ সময় ইসলামী আন্দোলনের মোংলা উপজেলা শাখার সভাপতি মো: রেজাউল মৃধা, সহ-সভাপতি মাওঃ ইউসুফ ইকবাল, চালনা বন্দর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সাবেক সভাপতি হাফেজ মাওঃ রুহুল আমীন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মোংলা উপজেলা সভাপতি, বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা তৈয়েবুর রহমান, উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মো: ফরহাদুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ মো: শাহাদাৎ, সহ-সভাপতি মো: বায়জিদ, সাংগঠনিক ইসমাইল বীন আ: আজিজ, ইসলামী যুব আন্দোলন মোংলা উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওঃ ইসমাঈল সোসেন, পৌর শাখার সহ-সভাপতি তারেক বীন সুলতান সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
 
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      