• ঢাকা বৃহস্পতিবার
    ২৯ জানুয়ারি, ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

ফুলছড়িতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৫, ০৭:৪৬ এএম

ফুলছড়িতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ফরহাদ হোসেন (৪০) নামের একজন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২১ এপ্রিল) ভোররাতে উপজেলার উদাখালি ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ফরহাদ হোসেন ওই গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি উদাখালি ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফরহাদ হোসেনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে।’

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ