 
              প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫, ১১:৫৩ এএম
 
                 
                            
              রাজশাহীর বাগমারা উপজেলার খোদাপুর গ্রামে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৮০ জন কৃষকের ২০ বিঘা পানের বরজ। এতে কৃষকদের কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) উপজেলার ৫ নম্বর আউচপাড়া ইউনিয়নের খোদাপুর সরদারপাড়া বিলের পান বরজে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, জুমার নামাজের সময় হওয়ায় পান বরজে কেউ ছিলেন না। এ সময় বরজের দক্ষিণ পাশে আগুন জ্বলতে দেখে কয়েকজন কৃষক চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে বাগমারা ও মোহনপুর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে মোহনপুর উপজেলা ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। প্রায় ২টি ইউনিট দীর্ঘ সময় ধরে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, জুমার সময় হঠাৎ বরজের দক্ষিণ পাশে আগুন দেখা যায়। মুহূর্তেই তা ভয়াবহ রূপ নেয়। স্থানীয় কৃষক ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে বহু কৃষকের পানের বরজ পুড়ে যায় এবং প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা।
মোহনপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব-অফিসার রফিকুল ইসলাম বলেন, মোহনপুর ও বাগমারার দুটি ইউনিটের যৌথ প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ধারণা করা হচ্ছে, পান বরজে কাজের লোকজনের ফেলে যাওয়া বিড়ি-সিগারেটের আগুন থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।
বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, কৃষি অফিসারের মাধ্যমে এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করা হবে। পরে তাঁদের সহযোগিতা দেয়া হবে।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      