 
              প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫, ০৭:১১ পিএম
 
                 
                            
              রাঙামাটির বেতবুনিয়াস্থ রাবার বাগান এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। এতে আরও একজন গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়।
শনিবার (২৬ এপ্রিল) সকালে সোয়া ১০ টার দিকে রাঙ্গামাটি সদরের কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নস্থ চেয়ারম্যান পাড়া এলাকায় রাঙামাটি-চট্টগ্রাম সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত`রা হলেন- চট্টগ্রামের রাউজানে চৌধুরী পাড়ার (তোরাপ) রাঙামাটির কাউখালীর পশ্চিম মনাইরটেক`র (নুরনাহার) ও চট্টগ্রাম হাটহাজারীর ছাত্তারঘাটের (মাহমুদুর রহমান) বাকি দুই জনের নাম পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়সুত্রে জানাযায় সিএনজি করে যাত্রীরা চট্টগ্রাম যাওয়ার পথে রাবার বাগান এলাকায় পিকআপের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত (অটোরিকশা) দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।
বাকি তিন জনকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে দুই জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় একজনকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়েছে।
কাউখালী উপজেলার বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইসহাক জানান, সকালে রাঙামটি-চট্টগ্রাম সড়কের রাবার বাগান এলাকায় সিএনজি-পিকআপ সংঘর্ষে ৫জনের মৃত্যু নিশ্চিত করা গেছে
 
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      