
প্রকাশিত: মে ২, ২০২৫, ০৭:০৯ পিএম
গাইবান্ধায় মসজিদের জমি কেনার কথা বলে ১১ লাখ ৫ হাজার ৫০০ টাকা আত্মসাতের অভিযোগে কৃষকদল নেতা রুহুল আমিন ও যুবলীগ নেতা মোমিন মিয়ার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী।
শুক্রবার (২ মে) দুপুরে গাইবান্ধা-নাকাইহাট সড়কের তিনগাছতলা মোড়সংলগ্ন এলাকায় আল-আকসা জামে মসজিদের সামনে রাস্তা অবরোধ করে তারা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এতে সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।
অভিযুক্ত রুহুল আমিন জেলা কৃষকদলের সদস্য ও আল-আকসা জামে মসজিদের সাবেক সভাপতি। অপর অভিযুক্ত মোমিন মিয়া গাইবান্ধা জেলা যুবলীগের সদস্য ও মসজিদের সাবেক সাধারণ সম্পাদক।
বক্তারা অভিযোগ করেন, মসজিদের জন্য জমি কেনার উদ্দেশ্যে রুহুল আমিন বিভিন্ন দানশীল ব্যক্তি ও এলাকাবাসীর কাছ থেকে ১১ লাখ ৫ হাজার ৫০০ টাকা সংগ্রহ করেন। কিন্তু টাকা নেওয়ার দীর্ঘদিন পরেও জমির দলিল সম্পন্ন করেননি। একাধিকবার শালিস বৈঠক হলেও তিনি বিষয়টি উপেক্ষা করেছেন। বরং বিএনপির প্রভাব দেখিয়ে হুমকি-ধামকি দিচ্ছেন বলেও অভিযোগ ওঠে।
মসজিদের সাবেক ক্যাশিয়ার ও স্থানীয় ব্যবসায়ী মাসুম বলেন, ‘মসজিদের জায়গা কেনার জন্য আমরা রুহুল আমিনকে ১১ লাখ ৫ হাজার ৫০০ টাকা দিয়েছিলাম। কিন্তু তিনি দলিল না করেই গড়িমসি করছেন। আমাদের টাকা ফেরতও দিচ্ছেন না।’
আরেক মুসল্লি সুমন বলেন, ‘থানায় অভিযোগ দিলে রুহুল আমিন বিএনপির নেতাকর্মী নিয়ে গিয়ে দুই মাস সময় নেন। কিন্তু এক মাস না যেতেই তিনি বায়তুল আকসা জামে মসজিদের নাম পরিবর্তন করে নিজে থেকেই সালাফি জামে মসজিদ নামকরণ করেন। যা এলাকাবাসীর মতামতের সম্পূর্ণ পরিপন্থী।’