
প্রকাশিত: মে ২, ২০২৫, ০৭:১৫ পিএম
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে যাত্রী সেবার মান বাড়াতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যানবাহন বিভাগ দুটি অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত সুপরিসর শাটল বাস সার্ভিস চালু করেছে। ফলে যাত্রীরা সৈয়দপুর বিমানবন্দর আসা-যাওয়া করতে এ বাসের সুবিধা পাবেন।
বাংলাদেশ বিমানের সৈয়দপুর জেলা ব্যবস্থাপক আব্দুল লতিফ মন্ডল জানান, বৃহস্পতিবার (১ মে) থেকে সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর ও দিনাজপুর রুটে বহির্গামী ও আগমনী ফ্লাইটের ক্ষেত্রে ফ্রি শাটল বাস সার্ভিস সুবিধা উপভোগ করতে পারবেন। দিনাজপুরের মতিয়ার রহমান পাম্প ও রংপুরের পর্যটন মোড় থেকে যাত্রী সেবা দেবে বাস দুটি।
বাস দুটিতে আরামদায়ক আসন ব্যবস্থা ও সুপরিসর লাগেজ কম্পার্টমেন্ট রয়েছে। এছাড়াও বাস দুটিতে ভ্রমণের সময় যাত্রীরা ফ্রি ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।