• ঢাকা শনিবার
    ০৩ মে, ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

সৈয়দপুরে বাস-মিনিবাস শ্রমিকদের মানববন্ধন কর্মসূচি পালিত

প্রকাশিত: মে ২, ২০২৫, ০৭:১৮ পিএম

সৈয়দপুরে বাস-মিনিবাস শ্রমিকদের মানববন্ধন কর্মসূচি পালিত

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ের নামে একটি  অবৈধ সাইনবোর্ড টাঙানোর প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার (২ মে) বিকেলে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিনের ব্যানারে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সামনে রংপুর-দিনাজপুর মহাসড়কে মানববন্ধন করা হয়।

মানববন্ধন চলাকালে সেখানে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, কার্যকরী সভাপতি মো. দেলোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক শ্রমিক নেতা মো. মমতাজ আলী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, নীলফামারী জেলার প্রাণ কেন্দ্র হচ্ছে সৈয়দপুর। তাই সৈয়দপুরে সার্বিক ও গুরুত্ব বিবেচনায় এখানে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়টি বিগত ১৯৭৮ সালে স্থাপিত হয়।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ