• ঢাকা রবিবার
    ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

লালমনিরহাটে সেফটি ট্যাংকের সাটারিং খুলতে আটকা পড়ে নিহত ১ জন ও জীবিত উদ্ধার ১ জন

প্রকাশিত: মে ৩, ২০২৫, ১০:৫০ পিএম

লালমনিরহাটে সেফটি ট্যাংকের সাটারিং খুলতে আটকা পড়ে নিহত ১ জন ও জীবিত উদ্ধার ১ জন

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট সদর উপজেলার নিজপাড়া এলাকায় সেপটিক ট্যাংকে সাটারিং খুলতে নেমে মারুফ হোসেন (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আব্দুর রহিম (৩০) নামের অপর শ্রমিক আহত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস।

শনিবার (৩ মে) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নিজপাড়া এলাকার বাসিন্দা জহুরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক মারুফ একই উপজেলার রাজপুর ইউনিয়নের বালাপাড়া ৬ নং ওয়ার্ডের আদুল খালেকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, লালমনিরহাট সদর উপজেলার নিজপাড়ার জহুরুলের বাড়িতে সকাল ১০ টার দিকে সেপটিক ট্যাংক সংস্কারের কাজ করতে শুরু করে শ্রমিক মারুফ ও আব্দুর রহিম। এ সময় প্রথমে সেফটি ট্যাংকিতে নেমে পড়ে মারুফ। সেখানে অতিরিক্ত গ্যাসে প্রথমে অসুস্থ হয়ে ঢলে পড়েন তিনি। পরে অপর শ্রমিক রহিম ট্যাংকিতে নামলে গ্যাসের কারণে সেও আটকা পড়ে। খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ও ফায়ারসার্ভিস ঘটনাস্থলে গিয়ে নিহত শ্রমিক মারুফের মরদেহ উদ্ধার করে এবং আহত অবস্থায় উদ্ধার করে শ্রমিক আব্দুর রহিমকে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী জানান সেফটি ট্যাংকিতে আটকা পড়ে একজনের মৃত দেহ উদ্ধার করা হয়েছে। আপাতত ইউডি(অপমৃত্যু) মামলা হবে। পোসটমর্টেম করার পরে কোনো আলামত মিললে পরবর্তি আইনি পদক্ষেপ নেয়া হবে।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ