
প্রকাশিত: মে ৪, ২০২৫, ০৮:২৯ পিএম
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাপারহাটে আব্দুল হালিম বাদল নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুরতর আহত ওই ব্যবসায়ীকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই ব্যবসায়ীর ভাই ইউপি সদস্য আবু সাঈদ পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি এজহার দায়ের করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।