 
              প্রকাশিত: মে ৪, ২০২৫, ০৮:৫৩ পিএম
 
                 
                            
              সাতক্ষীরার শ্যামনগরে এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে অশোভন আচরণ করার অভিযোগে তিন বখাটেকে ভ্রাম্যমান আদালতে দন্ড দিয়েছেন।
দন্ডপ্রাপ্ত তিন বখাটে যুবক হলেন- চুনাখালী গ্রামের হাফেজ আতাউর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান, কাটুনিয়া গ্রামের জামাল হোসেনের ছেলে রাকিব হোসেন ও আমিনুর রহমানের ছেলে জোবায়ের হোসেন।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুন বলেন, ওই পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়ে নিজ নিজ বাড়ী ফেরার পথে তিন বখাটে পথরোধ করে তাদের সাথে অশোভন আচরণ করে। খবর পেয়ে থানা পুলিশের সহায়তায় তাদের আটক করে বখাটে মোস্তাফিজুর রহমানকে ২ মাস এবং রাকিব ও জোবায়েরকে ৭ দিনের দন্ড দেওয়া হয়।
শ্যামনগর থানার ওসি মোঃ হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      