• ঢাকা মঙ্গলবার
    ০৬ মে, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

৫ মে’র গণহত্যার বিচারের দাবিতে গাইবান্ধায় ছাত্রশিবিরের মানববন্ধন

প্রকাশিত: মে ৫, ২০২৫, ০৮:৪০ পিএম

৫ মে’র গণহত্যার বিচারের দাবিতে গাইবান্ধায় ছাত্রশিবিরের মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি

২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে গণহত্যা’র বিচার দাবিতে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সোমবার (৫ মে) বেলা ১১টায় শহরের গানাসাস মার্কেটের সামনে জেলা ছাত্রশিবিরের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা ও উপজেলা শাখার নেতাকর্মীরা অংশ নেন।

গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের সভাপতি ফেরদৌস সরকার রুম্মানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সহকারী সেক্রেটারি ও শিবিরের সাবেক জেলা সভাপতি ফয়সাল কবির রানা, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি শাওন হাসান, সাহিত্য সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক ইউসুফ আল কারযাভী, গাইবান্ধা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি শাকিল আহম্মেদ, পৌর শাখা সভাপতি হুমায়ুন ফারহান সাদিক, সদর উপজেলা সভাপতি সৈয়দ আজহার, গাইবান্ধা সরকারি কলেজ শাখা সেক্রেটারি তারিকুল ইসলাম প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘২০১৩ সালের ৫ মে ফ্যাসিস্ট সরকারের দোসররা শাপলা চত্বরে নির্মমভাবে গণহত্যা চালিয়ে অসংখ্য মানুষকে হত্যা করে। এ ঘটনার বিচার না হওয়া জাতির জন্য লজ্জাজনক।’ তাঁরা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরও বলেন, ‘এদেশে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার পথে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্যই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সেই দিন রক্তাক্ত ইতিহাস রচনা করা হয়েছিল। কিন্তু কোনো নির্যাতন, দমন-পীড়ন দিয়ে ইসলামী আন্দোলন দমন করা যাবে না। বরং শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই ইসলামপন্থীরা আরও সুসংগঠিত হয়ে এগিয়ে যাবে।‍‍`

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ