• ঢাকা মঙ্গলবার
    ০৬ মে, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদকসহ ছয় লক্ষ টাকার মালামাল জব্দ

প্রকাশিত: মে ৫, ২০২৫, ০৯:০২ পিএম

সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদকসহ ছয় লক্ষ টাকার মালামাল জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত থেকে ভারতীয় কাটাগ্রা ট্যাবলেট এবং ভারতীয় মদসহ ছয় লক্ষাধিক টাকার  মালামাল জব্দ করেছে বিজিবি। রবিবার রাতে ও সোমবার সকালে জেলার বাঁকাল, তলুইগাছা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা  ক্যাম্প, মাদরা ও চান্দুরিয়া এলাকা থেকে এসব মালামাল আটক করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে সক্ষম হয়নি বলে জানিয়েছে বিজিবি। সোমবার দুপুরে বিজিবি প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাতক্ষীরা -৩৩ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে.  কর্নেল আশারাফুল হক।

তিনি জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাদপুর নামক স্থান হতে ১০ বোতল ভারতীয় মদ আটক করে এবং কাকডাঙ্গা থেকে  ৪৯৫ পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেট আটক করা হয়। এছাড়া  বাকাল চেকপোস্ট থেকে ৭০ হাজার  টাকা মূল্যের ভারতীয় ঔষধ, তলুইগাছা থেকে  ৩৩ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কাকডাঙ্গা থেকে ১লক্ষ৬ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি,
ঝাউডাঙ্গা থেকে ২লক্ষ ১০হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, চান্দুরিয়া থেকে  ৩৫ হাজার  টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও মাদরা থেকে  ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।  

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ