
প্রকাশিত: মে ৭, ২০২৫, ০৯:০২ পিএম
জুলাইসহ সকল গণহত্যার বিচার, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তি, ছাত্রশিবিরসহ সকল রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির পঞ্চগড় জেলা শাখা।
বুধবার বিকেলে সংগঠনটির আয়োজনে জেলা শহরের মকবুলার রহমান সরকারি কলেজ রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। এতে জেলা ছাত্র শিবিরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সহ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা অংশ নেন।