
প্রকাশিত: মে ৮, ২০২৫, ০৩:১৮ পিএম
কথায় আছে চোরের দশ দিন গেরস্তের এক দিন। এবার যেন তাই-ই হলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ক্ষেত্রে। প্রায়ই তারা বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার পাশাপাশি দেশের ভেতরে ঢুকে মানুষকে মারধর কিংবা গুলি করে হত্যা করলেও এবার ঘটলো উল্টো ঘটনা। বাংলাদেশিরা তাদের বাঁশ নিয়ে ধাওয়া করেছে।
সিলেট সীমান্তে সম্প্রতি ঘটেছে এমনই এক ঘটনা, যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। তবে ঘটনাটি ঠিক কত তারিখের, তা জানা যায়নি।
ভিডিওতে দেখা যায়, বাঁশ হাতে বাংলাদেশিরা বিএসএফের সঙ্গে কথা বলছে। কথোপকথনের এক পর্যায়ে তারা বাঁশ নিয়ে তাদের ধাওয়া করে। এ সময় একজন বাংলাদেশিকে বলতে শোনা যায়, আপনাদের গায়ে হাত তোলা না হলেও আপনারা বন্দুক কেন তাক করলেন?
তিনি আরও বলেন, এই পাশে (বাংলাদেশে) এখন হাসিনা (সাবেক প্রধানমন্ত্রী) নেই।
এদিকে, বুধবার (৭ মে) ভোরে ভারত-পাকিস্তানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে ৬৬ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশি আখ্যা দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দিয়েছে (পুশ-ইন) ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
এ ঘটনায় কঠোর হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান।
তিনি বলেন, আমরা প্রতিটি কেস আলাদা আলাদাভাবে নিরীক্ষণ করছি। আমাদের সিদ্ধান্ত হচ্ছে, আমাদের দেশের নাগরিক যদি কেউ হয়ে থাকেন, আর সেটা যদি প্রমাণিত হয়, তাহলে তাদের আমরা গ্রহণ করবো। তবে এটা ফরমাল চ্যানেলে হতে হবে। এভাবে পুশ-ইন করাটা সঠিক প্রক্রিয়া নয়।
প্রসঙ্গত, ৬৬ ভারতীয়কে বাংলাদেশে ‘পুশ-ইন’ করার পরিপ্রেক্ষিতে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। সতর্ক অবস্থানে রয়েছে সীমান্তবর্তী জেলাগুলোর পুলিশও।