
প্রকাশিত: মে ১০, ২০২৫, ০৫:০৩ পিএম
বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার মুহম্মদ নওশাদ জমির বলেছেন দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা ( সার্ক) এর কার্যক্রম গতিশীল থাকলে ভারত পাকিস্তান যুদ্ধ হতোনা।
আলোচনার মাধ্যমে সবকিছুর সমাধান হতো। তিনি বলেন সার্কের স্বপ্ন দ্রস্টা প্রেসিডেন্ট জিয়াউর রহমান দক্ষীণ এশীয় দেশগুলোর স্বার্থের কথা চিন্তা করে সার্ক গঠন করেছিলেন। এটা ছিলো জিয়াউর রহমানের সুদুর দৃষ্টি সম্পন্ন চিন্তাভাবনা। সার্ক ফেইল করেছে কিছু রাস্ট্র সার্ককে আগাতে দিলোনা। সার্কের যে মাহত্ব ছিলো প্রত্যেক বছর দক্ষিণ এশীয় রাস্ট্রগুলো আলোচনায় বসতো। রাস্ট্র নেতারা একটা যায়গায় বসতেন। আজকে এই যে যুদ্ধের দামামা প্রতিবছর যদি নেতারা আলোচনায় বসতেন তাহলে এই যুদ্ধ থেকে আমাদের মুক্তির সুযোগ ছিলো। প্রেসিডেন্ট জিয়া বিশ্বাস করতেন হোয়াট টু বি এচিভড সিটিং এক্রোস দ্য টেবিল ক্যান নট এচিভ ইন ওয়ার । আলোচনার মাধ্যমে যে সমস্যার সমাধান সম্ভব সেটা কোন অবস্থাতেই যদ্ধে সম্ভব না।
ইরাক ইরান যুদ্ধের সময় ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কে ইরাক ভ্রমণের সময় বাংলাদেশের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দীন সরকার বলেছিলেন জিয়াউর রহমান বেঁচে থাকলে আপনাদের যুদ্ধ হতোনা। তিনি আলোচনার মাধ্যমে এটার সমাধান দিতেন।
তেঁতুলিয়া বিএনপির সম্মেলনে শুক্রবার (৯ মে) সন্ধায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেন আজকে সংস্কারের নামে যেসব কমিশন হচ্ছে বিএনপি তার আগেই রাস্ট্র মেরামতের ৩১ দফা দিয়েছে। আপনারা ৩১ দফা একটু পড়বেন। আগামীর রাস্ট্র চিন্তা ৩১ দফাতেই আছে।
পরে সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে শাহাদাত হোসেন রঞ্জু সাধারণ সম্পাদক পদে রেজাউল করিম শাহীন নির্বাচিত হয়েছেন। এছাড়া দুটি সাংগঠনিক সম্পাদক পদে আবু বকর সিদ্দিক কাবুল ও আবু সাঈদ মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এসময় পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ
এর আগে বিকেল তিনটায় সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। এ সময়ে তেঁতুলিয়া উপজেলার সাতটি ইউনিয়নের নেতাকর্মীরা তেঁতুলিয়ার তেঁতুলতলা থেকে সাথে নাচ গানে সম্মেলনে অংশগ্রহণ করে। এ সময় উৎসবের আমেজ লক্ষ্য করা যায়।