
প্রকাশিত: মে ১০, ২০২৫, ০৯:০৫ পিএম
নীলফামারীর সৈয়দপুরে ধানক্ষেত থেকে মো. রাফি (২২) নামে এক যুবক মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ সুখীপাড়া এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। মৃত মো. রাফি শহরের কয়ানিজপাড়ার হাফিজুল হক ওরফে হাফেজের ছেলে। আজ শনিবার সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পূর্ব শক্রতার জেরে তাঁকে পিটিয়ে হত্যার অভিযোগে নিহত রাফির বাবা হাফিজুল হক বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার পরেই পুলিশ সোনা মিয়া ( ৩৬) এজাহার নামীয় এক আসামীকে গ্রেপ্তার করেছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উল্লেখিত সময় ওই এলাকায় ধান ক্ষেতে রাফির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা । পরে পুলিশকে খবর দেন তারা। পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় নিহতের বাবা হাফিজুল হক নিজে বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৭/৮ জনকে আসামী করে সৈয়দপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার পরেই সোনা মিয়া ( ৩৬) এজাহার নামীয় এক আসামীকে গ্রেপ্তার করেছে।সোনা মিয়া ঘটনাস্থলের কাছেই সুখীপাড়ার মৃত আজিবর রহমানের ছেলে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফইম উদ্দিন জানান, মরদেহের মাথায় ও শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। শনিবার (১০ মে) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশ। বাকী আসামীদের গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে।