• ঢাকা বৃহস্পতিবার
    ১৫ মে, ২০২৫, ৩১ চৈত্র ১৪৩২

নড়াইলে ৪ লেন প্রকল্প : রূপগঞ্জ হকার্স মার্কেটের দোকান উচ্ছেদ

প্রকাশিত: মে ১৪, ২০২৫, ০৭:৩১ পিএম

নড়াইলে ৪ লেন প্রকল্প : রূপগঞ্জ হকার্স মার্কেটের দোকান উচ্ছেদ

নড়াইল প্রতিনিধি

নড়াইলে চারলেন প্রকল্পে কাজের সুবিধার্থে রূপগঞ্জ হকার্স মার্কেটের অন্তত ৫০টি টিনসেড দোকান উচ্ছেদ করা হয়েছে। সড়কের পাশে গড়ে ওঠা এসব অবৈধ দোকান বুধবার (১৪ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত উচ্ছেদ করা হয়।

অভিযান পরিচালনা করেন-সড়ক ও জনপথ বিভাগ নড়াইলের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রকাশ চন্দ্র, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ অধিকারীসহ যৌথবাহিনীর সদস্যরা। এর আগে গত বছরের ৩ সেপ্টেম্বর এবং ২৩ অক্টোবর চারলেন প্রকল্প বাস্তবায়নে সড়কের দুইপাশে অবৈধ্ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। ওই সময়ে নড়াইল পৌরসভা ও জেলা পরিষদের পাঁচটি মার্কেটের দোকান, টিনসেড দোকান, বাউন্ডারি ওয়াল এবং ফুটপাতের অস্থায়ী দোকানগুলো উচ্ছেদ করা হয়।

সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, জাতীয় মহাসড়কের অংশ হিসেবে শহরতলীর মালিবাগ থেকে শহরের ভেতর দিয়ে সীতারামপুর পর্যন্ত ৫ দশমিক ৫০ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ এবং চারলেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ ২০২২ সালে শুরু হয়েছে। ১৭৯ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়ন করছে সড়ক ও জনপথ অধিদপ্তর। কাজটি তদারকি করছে বাংলাদেশ সেনাবাহিনী। চলতি বছরের জুনে কাজটি শেষ হওয়ার কথা থাকলেও সময়সীমা আরো বাড়তে পারে।

সড়ক ও জনপথ বিভাগ নড়াইলের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রকাশ চন্দ্র জানান, রূপগঞ্জ এলাকায় হকার্স মার্কেটের ব্যবসায়ীদের মালামাল ও দোকান সরিয়ে নিতে নোটিশ দেয়া হয়েছিল। বিষয়টি তারা কর্ণপাত করেননি। সঙ্গতকারণে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

আর্কাইভ