
প্রকাশিত: মে ১৫, ২০২৫, ১০:০৫ পিএম
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় চাঁদা দাবি, হিজড়াদের মারধর ও নির্যাতনের অভিযোগে জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফা ইয়াসমিন ময়ূরী হিজড়ার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মাদারগঞ্জ তৃতীয় লিঙ্গের (হিজড়া) সম্প্রদায় ও ছাত্র সমাজের ব্যানারে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- বিন্দি, আয়নাল, শিমুল ও নাতাশা হিজড়া। এই মানববন্ধন কর্মসূচিতে অর্ধশতাধিক তৃতীয় লিঙ্গের লোকজন অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, জামালপুর জেলা আওয়ামী লীগের নেত্রী আরিফা ইয়াসমিন ময়ূরী মাদারগঞ্জে এসে হিজড়াদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি, মারধর ও নির্যাতন করছে। প্রতিবাদ করলে সন্ত্রাসী দিয়ে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে। চাঁদাবাজির টাকায় ময়ূরী জামালপুর শহরে বহুতল বাড়িসহ অঢেল সম্পদ গড়ে তুলেছে। অনতিবিলম্বে ময়ূরী হিজড়াকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা। এ সময় তারা স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করার জন্য প্রশাসনের সহযোগিতা চান।