
প্রকাশিত: মে ১৫, ২০২৫, ১০:১২ পিএম
দালাল চক্রের দৌরাত্ম বন্ধে নড়াইল পাসপোর্ট অফিসে সেনাবাহিনীর অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকা ঘিরে সেনাবাহিনীর একটি দল আকস্মিক অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধ মধ্যস্থতাকারীদের কার্যক্রম চিহ্নিত ও প্রতিহত করা হয়।
অভিযোগ রয়েছে, কয়েকজন অসাধু ব্যক্তি সাধারণ মানুষকে প্রতারণার মাধ্যমে পাসপোর্ট অফিসের কার্যক্রমে অতিরিক্ত অর্থ আদায় করে আসছিল। এজন্য জনমনে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়। সেনাবাহিনীর এ ধরণের উদ্যোগে জনমনে স্বস্তি ফিরে এসেছে।
অভিযান চলাকালীন সেনাসদস্যরা পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে কাজে স্বচ্ছতা নিশ্চিত করতে আহবান জানান। এ সময় পাসপোর্ট অফিসের কর্মকর্তারাও তাদের কাজে স্বচ্ছতার আশ্বাস দেন।
সরকারি নিয়ম মেনে সাধারণ মানুষকে সেবা গ্রহণে উৎসাহিত করতে সেনাবাহিনী সচেতনতামূলক এ কার্যক্রম পরিচালনা করেছে বলে জানিয়েছে। সেনাবাহিনীর এ কার্যক্রম সাধুবাদ জানিয়েছেন সবাই।
সেনাবাহিনী জানিয়েছে, এই পাসপোর্ট সেবাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলমান অবৈধ দালাল চক্রের দৌরাত্ম্ব বন্ধে কঠোর অবস্থান নিয়েছে তারা। সরকারি সেবা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।