• ঢাকা শুক্রবার
    ১৬ মে, ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

প্রধান শিক্ষকের অপসারন দাবীতে বিক্ষোভ মানববন্ধন

প্রকাশিত: মে ১৫, ২০২৫, ১০:১৭ পিএম

প্রধান শিক্ষকের অপসারন দাবীতে বিক্ষোভ মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি শেরে বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের এ্যাডহক কমিটির তালিকা কেন্দ্রীয় ও জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি নেতাদের শুপারিশে নাম পাল্টিয়ে অনুমোধন করার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলার মানপাশা শেরে বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে অনুমোদিত এডহক কমিটি বাতিল ও প্রধান শিক্ষকের অপসারন চেয়ে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। মানবন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় এইচ জসীম, নাইম শরীফ, রুহুল আমীন খন্দকার, নজরুল ইসলাম সরদার ও টুকু খান।

মনবন্ধনে বক্তারা বলেন, ১৬ জানুয়ারী এলাকাবাসী, বিদ্যালয়ের সদস্য, শিক্ষক প্রতিনিধি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে এডহক কমিটির সভাপতি ও সদস্য নির্ধারনে সভা অনুষ্ঠিত হয়। সর্বসম্মতিক্রমে এ সভায় সভাপতি পদে স্থানীয় বিএনপি নেতা আবুল হাশেম হাওলাদার, জুলফিকার আলী মান্নু সরদার ও হাবিবুর রহমান মোল্লার নাম ঘোষনার পরে রেজুলিউশন করে তালিকা প্রস্তুত করা হয়। কিন্তু অজ্ঞাত কারনে প্রধান শিক্ষক আবু বক্কর সিকদার তালিকার ১ নম্বরে থাকা আবুল হাশেম হাওলাদারের নাম বাদ দিয়ে জুলফিকার আলী মান্নু সরদারের নাম ১ নম্বরে রেখে তালিকা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে প্রেরন করেন।

পরবর্তিতে শিক্ষা বোর্ডে প্রধান শিক্ষকের দেয় সেই তালিকা অনুমোদন করেন। কমিটির পরিচিতি সভার দাওয়াত পত্রে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের নাম আসায় সভাপতি ও প্রধান শিক্ষকের উপর ক্ষুব্ধ হয় স্থানীয়রা।

এর প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকাবাসী, ছাত্র-ছাত্রী ও বিএনপি নেতারা কমিটি বাতিল চেয়ে প্রধান শিক্ষক আবুবক্কর সিকদারের অপসারন দাবী করে।

এ ব্যপারে প্রধান শিক্ষক আবুবক্কর সিকদার বলেন, প্রথমে সবাইকে নিয়ে একটি তালিকাটি প্রস্তুত করা হয়েছিল। পরবর্তিতে কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাদের শুপারিশের কারনে তালিকার ক্রম পরিবর্তন করে আমি অনুমোদনের জন্য পাঠিয়েছি, এখানে আমার কিছু করার নেই। তবে তিনি কোন বিএনপি নেতার নাম প্রকাশ করেননি।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ