 
              প্রকাশিত: মে ১৭, ২০২৫, ০৮:০৭ পিএম
 
                 
                            
              নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্প দ্রুত অনুমোদন ও ২০২৫ সালের জানুয়ারি হতে বকেয়া বেতন ভাতা প্রদান সহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে পঞ্চগড়ে মানববন্ধন করেছে ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষকেরা। শনিবার দুপুরে শিক্ষক, কেয়ারটেকার, কর্মকর্তা, কর্মচারীদের ব্যানারে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের এক পাশে দাড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
এতে জেলার ৫ উপজেলার ইসলামিক ফাউণ্ডেশনের নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্পের শিক্ষক, কেয়ারটেকার, কর্মকর্তা, কর্মচারীরা অংশগ্রহণ করেন।
এসময় হাফেজ মাওলানা সানাউল্লাহ, মাওলানা শেখ ফরিদ, মাওলানা বাকী বিল্লাহ, সাদিয়া আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা সবাই নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্পের শিক্ষক, কেয়ারটেকার, কর্মকর্তা, কর্মচারী। আমাদের বেতন ভাতা দেয়া হয় ৫ হাজার টাকা মাত্র। তাও গত ৬ মাস ধরে বন্ধ। গত রোজার ইদে মানবেতর জীবনযাপন করেছি সন্তানদের নিয়ে। কেউ আমাদের কথা রাখেনি। আমাদের ৫ দফা দাবি হলো নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্পটি দ্রুত অনুমোদন করে ঈদুর আযহার পূর্বে প্রকল্পের সকল জনবলের ৫ মাসের বেতন-ভাতা ও বোনাস দিতে হবে, প্রকল্পের জনবলকে তাদের পদ সহ রাজস্বভূক্ত করতে হবে, সপ্তম পর্যায়ের বিদ্যমান জনবলকে অষ্টম পর্যায় প্রকল্পে সয়ংক্রিয়ভাবে স্থানান্তর করতে হবে, কেয়ারটেকারদেরকে স্কেলভূক্ত বেতন প্রদান করতে হবে এবং শিক্ষকদের বেতন ভাতাদি সম্মানজনকহারে বৃদ্ধি করতে হবে। আগামী ঈদুল আজহার পূর্বেই আমাদের ৫ দফা দাবি মানা না হলে ঢাকার উদ্দেশ্য রওনা হয়ে বৃহৎ আন্দোলন গড়ে তুলে দাবি আদার করে ছাড়বো ইনশাআল্লাহ।
পরে তারা চৌরঙ্গী মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ করে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      