
প্রকাশিত: মে ২২, ২০২৫, ০৮:১৮ পিএম
চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেন ঔষধ ব্যবসায়ীরা। বৃহস্পতিবার দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে।
চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে পাবনায় মানববন্ধন করেছে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি।
বৃহস্পতিবার (২২ মে) সকালে সমিতির জেলার শাখার আয়োজনে পাবনা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে চার দফা তুলে ধরে ঔষধ ব্যবসায়ীরা বলেন, সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ, ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি, মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেয়া এবং প্রতিস্থাপন, ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে ঔষধ কোম্পানি কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ করতে হবে। এই চারটি দাবি মানে না হলে জেলা শহরের সকল ঔষধের দোকান ধর্মঘট ও হরতাল কর্মসূচির হুঁশিয়ারী দেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য দেন কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির জেলার শাখার সভাপতি এফএম হুমায়ুন কবির খোকন, সিনিয়র সহ-সভাপতি সাইদুর রশিদ খান পিন্টু, সহ- সভাপতি তারেক ইবনে আনসার।