• ঢাকা শুক্রবার
    ২৩ মে, ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

ঝালকাঠিতে সিএনজি ও মাহিন্দ্র চালকদের বিক্ষোভ

প্রকাশিত: মে ২২, ২০২৫, ০৮:২৩ পিএম

ঝালকাঠিতে সিএনজি ও মাহিন্দ্র চালকদের বিক্ষোভ

ঝালকাঠি প্রতিনিধি

বরিশাল-ঝালকাঠি সড়কের ষাটপাকিয়া এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে চেকপোস্টের নামে যাত্রী ও চালকদের নাজেহাল এবং মালিক সমিতির হয়রানির প্রতিবাদে বিক্ষোভ করেছেন সিএনজি ও মাহিন্দ্রচালকরা।

বৃহস্পতিবার সকাল ১১টায় ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন ও বিক্ষোভে ৮০টির বেশি সিএনজি ও মাহিন্দ্র যানবাহন নিয়ে প্রায় ২০০ জন চালক ও শ্রমিক অংশ নেন।
মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা একটি মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে অবস্থান নেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন শ্রমিক নেতা মো: কামাল হোসেন, সুমন হাওলাদার, ইমরান মোল্লা, জসিম, হৃদয় ও জালাল সরদার।

বক্তারা বলেন,"আমরা আওয়ামী লীগ সরকারের সময়েও হয়রানির শিকার হয়েছি, বর্তমানেও মালিক সমিতির নামে নির্যাতিত হচ্ছি। চেকপোস্টের নামে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার, জোরপূর্বক টাকা আদায় ও নানাভাবে হয়রানি বন্ধ না হলে আমরা বৃহত্তর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।"

বিক্ষোভ শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন চালক শ্রমিকরা, যাতে মালিক সমিতির স্বেচ্ছাচারিতা বন্ধের জোর দাবি জানানো হয়।

আর্কাইভ