
প্রকাশিত: মে ২৫, ২০২৫, ০৭:৪১ পিএম
নীলফামারীর সৈয়দপুরের আলোচিত হত্যা মামলায় চারজনকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৫ মে) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। এ নিয়ে এ হত্যা মামলায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করলো পুলিশ।
সূত্র জানায়, সৈয়দপুরে রাফি (২৭) নামের এক যুবকের মরদেহ গত ৯ মে শুক্রবার রাতে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ সুখীপাড়া এলাকার একটি ধান ক্ষেত থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে থানা পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে রাতেই মোক্তারুল হোসেন সোনা (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
পূর্ব শক্রতার ঘটনায় তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে দাবি করে নিহতের পিতা আব্দুল হাফিজ ওরফে হাফেজ পরদিন ১০ মে বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন। এ মামলায় পুলিশ তদন্তে নামেন।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঢাকার বিভিন্ন স্থান থেকে চারজনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে দুইজন এজাহারভুক্ত আসামী। গ্রেপ্তারকৃতরা হলেন সৈয়দপুরের ধলাগাছ সুখিপাড়ার বাবর আলীর ছেলে নয়ন ইসলাম (২২), একই এলাকার আজিবরের ছেলে মোনা মিয়া (৩৩), আমজান আলীর ছেলে রনি ইসলাম (১৮) ও সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় এলাকার আব্দুল বারী বাবলুর ছেলে হৃদয় হোসেন জয় (১৯)।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাইম উদ্দিন সত্যতা নিশ্চিত করে জানান, এ হত্যা মামলাটি গুরুত্ব দিয়ে পুলিশ তদন্ত করছে।