
প্রকাশিত: মে ২৬, ২০২৫, ০৯:২৪ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ
অন্তর্বর্তী সরকার যে সংস্কারকাজ শুরু করেছে, তাতে বাধা দিলে কঠোর হাতে প্রতিরোধ করা হবে বলে আন্দোলনরত সরকারি চাকরিজীবীদের উদ্দেশে হুঁশিয়ারী উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
সোমবার চট্টগ্রামে দলটির পথসভা কর্মসূচি শুরুর আগে তিনি এ কথা বলেন।
এমন একটি সময় মি. আবদুল্লাহ এসব কথা বললেন যখন সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধনের বিরোধিতা করে গত তিনদিন ধরে ঢাকার সচিবালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সেখানকার কর্মচারীর।
অন্যদিকে, রাজস্ব বোর্ড ভাঙার বিরোধিতা ও চেয়ারম্যানের অপসারণ দাবিতে গত কিছুদিন ধরে কর্মবিরতি করে আসছেন এনবিআরের কর্মচারীরা।
বিক্ষোভকারী এসব সরকারি চাকরিজীবীদের উদ্দেশে মি. আবদুল্লাহ বলেন, "জুলাই অভ্যুত্থান চলাকালে আপনারা কালো ব্যাজ ধারণ করে শেখ হাসিনাকে সমর্থন জানিয়েছিলেন। এখন আপনারা অফিস চলতে দেবেন না বলে হুমকি দেন। পাঁচ আগস্টের আগে শেখ হাসিনার চোখে আঙুল দিয়ে শেখ হাসিনার ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে আপনারা কিন্তু কেউ পদত্যাগ করেন নাই।"
এখন সরকারকে জিম্মি করে ওইসব কর্মচারিরা সংস্কারকাজে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন এনসিপি`র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক।
"বাংলাদেশে লক্ষ লক্ষ হাসনাত আবদুল্লাহ রয়েছে। (তারা) বেঁচে থাকতে এই সংস্কার কার্যক্রমে যদি বাধা, বিশেষ করে সচিবালয় থেকে যদি আসে, কঠোর হস্তে সেটাকে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ করা হবে। আপনারা এটা ভাববেন না যে, আপনাদের বিকল্প নাই। জনগণ বিকল্প খুঁজে নেবে। সুতরাং সরকারকে সহযোগিতা করুন," বলেন মি. আবদুল্লাহ।
তিনি আরও বলেন, "সংস্কার কার্যক্রম নিয়ে যদি আপনাদের কোনো পর্যালোচনা থাকে, তবে সেটি আপনারা নিজেরা আলোচনা করে সমাধান করুন। সরকারকে যদি জিম্মি করেন, সেটার পরিস্থিতি ভালো হবে না।"