
প্রকাশিত: মে ২৮, ২০২৫, ০২:৪১ পিএম
উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের বিভিন্ন উপকূলীয় এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ লঘুচাপের জেরে পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, লঘুচাপটির জেরে পায়রা সমুদ্র বন্দর এলাকায় বুধবার সকাল থেকে বৃষ্টি হচ্ছে। কখনো হালকা, কখনো মাঝারি আকারে এ বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন।
নদ-নদী কিছুটা স্বাভাবিক থাকলেও সাগর উত্তাল রয়েছে। গতকালকের মতো আজও জোয়ারের পানি বৃদ্ধির শঙ্কা করছে স্থানীয়রা।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস।