 
              প্রকাশিত: জুন ১, ২০২৫, ০৫:৩৩ পিএম
 
                 
                            
              পটুয়াখালীর বাউফলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। শনিবার (৩১ মে) সকাল ১০টায় উপজেলার ইঞ্জিনিয়ার এ কে এম ফারুক আহমেদ তালুকদারের বাসভবনে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল এবং খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি। শহীদ জিয়াউর রহমানের স্মরণে এক বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং দেশগঠনে এক অগ্রণী ভূমিকার অধিকারী মহানায়ক। তার জীবন ও আদর্শ আজও রাজনৈতিক কর্মীদের প্রেরণার উৎস।
পরে দোয়া ও মিলাদ মাহফিলে উলামায়ে কেরাম শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। একইসাথে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, চিনি, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বাউফল উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সমাজসেবী ও গুণীজনেরা অংশ নেন। তারা শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
 
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      