 
              প্রকাশিত: জুন ২, ২০২৫, ০৯:১৩ পিএম
 
                 
                            
              জয়পুরহাটে পূর্বশত্রুতার জেরে ছাত্রদল নেতা বিপ্লব আহমেদ পিয়ালকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানাকে (৩২) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ সদস্যরা।
রোববার (১ জুন) রাতে নোয়াখালী থেকে জয়পুরহাট র্যাব-৫ সিপিসি-৩ ক্যাম্পে নিয়ে আসা হয়।গ্রেপ্তার সোহেল রানা (৩২) জয়পুরহাট শহরের আদর্শপাড়া ইসলামনগর এলাকার ছামসুদ্দীনের ছেলে।
নিহত পিয়াল জয়পুরহাট শহরের ইসলামনগরের মোহাম্মদ বাচ্চু মিয়ার ছেলে এবং জয়পুরহাট শহর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। পাশাপাশি তিনি ‘বাইক ওয়াশ’ নামের একটি মোটরসাইকেল গ্যারেজের মালিক ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, গত বুধবার (২৮ মে) দুপুর ১২টার পর জয়পুরহাট শহরের ইসলামনগরে পিয়ালের গ্যারেজের সামনে অবস্থান নেয় একদল দুষ্কৃতিকারী। কিছুক্ষণ পর পিয়াল গ্যারেজে এলে অভিযুক্তরা তাকে গালিগালাজ করে। প্রতিবাদ করায় তারা লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে। পিয়াল দৌড়ে প্রাণ বাঁচাতে চেষ্টা করলে তারা ধাওয়া করে বাড়ির গেটে গিয়ে তাকে ঘিরে ফেলে এবং ধারালো ছুরি দিয়ে পেটে, বুকে ও পিঠে একাধিক আঘাত করে। এতে পিয়ালের নাড়িভুঁড়ি বেরিয়ে আসে।
এ সময় আরও কয়েকজন মিলে তার হাত-পা চেপে ধরে নির্মমভাবে হামলা চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহত পিয়ালের মা ইতি বেগম বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ ও র্যাব-৫ সদস্যরা জয়পুরহাট ও নওগাঁ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার নারীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে জয়পুরহাট র্যাব-৫ সিপিসি-৩ ক্যাম্প তিন এবং পুলিশ তিনজনসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিক জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      