 
              প্রকাশিত: জুন ২৫, ২০২৫, ০৭:১৫ পিএম
 
                 
                            
              পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৩ জুন) গভীর রাতে উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামে স্থানীয় নেতাকর্মীরা দলীয়ভাবে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।
এরপর মঙ্গলবার দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে বাউফল থানার অফিসার ইনচার্জ আখতারুজ্জামান সরকারের নেতৃত্বে একাধিক স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় বগা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রায়হান হাওলাদার, যুবলীগ দপ্তর সম্পাদক জাহিদ খান এবং ডা. ইয়াকুব শরীফ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাসনিম আহমেদকে।
এ ছাড়া, পৃথক একটি অভিযানে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।
বাউফল থানার ওসি আখতারুজ্জামান সরকার বলেন, গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে এবং সকলকেই আদালতে পাঠানো হয়েছে।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      