 
              প্রকাশিত: জুন ২৬, ২০২৫, ০৯:২৩ পিএম
 
                 
                            
              জয়পুরহাটের কালাইয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে কালাই বাসস্ট্যান্ড থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও সেখানে এসে শেষ হয়।
পরে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ শেষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান তালুকদার, জয়পুরহাট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ হারুন, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির প্রচার, প্রকাশনা ও গ্রন্থাকার বিষয়ক সম্পাদক এড. রুহুল আমিন ফারুক, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আব্দুস সবুর, সাবেক সদস্য মামুনুর রশিদ সরকার, তৌফিকুল ইসলাম মাস্টার, মোজাফফর হোসেন তালুকদার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এফতাদুল হক, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক নুরজাহান হ্যাপি ও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল আলম রিপনসহ স্থানীয় নেতৃবৃন্দরা।
এসময় বক্তারা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অনুযায়ী নির্বাচনে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করতে হবে। বাংলাদেশ কে স্বনির্ভর করে গড়ে তুলতে বিএনপি কাজ করবে। আগামী নির্বাচনে বিএনপিকে যাতে জনগন ভোট দেয় সে লক্ষ্যে নেতা কর্মীদের কাজ করার আহবান জানানো হয়।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      