• ঢাকা মঙ্গলবার
    ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

মুরাদনগরে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ৪ জনের ৭ দিনের রিমান্ড আবেদন

প্রকাশিত: জুলাই ১, ২০২৫, ০৩:০৭ পিএম

মুরাদনগরে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ৪ জনের ৭ দিনের রিমান্ড আবেদন

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের শিকার নারীকে নির্যাতন এবং ভিডিও ছড়িয়ে দেয়ার ঘটনায় পর্নোগ্রাফি ও নির্যাতনের মামলায় গ্রেফতার ৪ জনের ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। আগামী বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেছেন আদালত।

আজ মঙ্গলবার (১ জুলাই) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১১ নং আমলি আদালতে রিমান্ড আবেদন করে পুলিশ।

অপরদিকে, ধর্ষণ মামলায় প্রধান অভিযুক্ত ফজর আলী এখনও পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে।

এর আগে, গত ২৬ জুন রাতে কুমিল্লার মুরাদনগরে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। সেসময় একদল লোক ঘরে ঢুকে ভুক্তভোগী নারী ও ধর্ষণে অভিযুক্ত ফজরের ওপর নির্যাতন চালায়। ভিডিও ধারণ করে পরে তা ছড়িয়ে দেয়।

এ ঘটনায় ৪ জনকে আটক করে পুলিশ। পরে তাদের পর্নোগ্রাফি ও নির্যাতন মামলায় গ্রেফতার দেখানো হয়। এছাড়া রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেফতার করা হয় ধর্ষণ মামলার আসামি ফজর আলীকে।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ