• ঢাকা বুধবার
    ০২ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

সৈয়দপুরে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও গাছের চারা রোপণ

প্রকাশিত: জুলাই ১, ২০২৫, ০৭:১৬ পিএম

সৈয়দপুরে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও গাছের চারা রোপণ

নীলফামারী প্রতিনিধি

লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনালের ‍‍`লায়ন্স বর্ষ-২০২৫‍‍`  উপলক্ষে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের উদ্যোগে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, গাছের চারা রোপণ ও  বিরতরণ করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বেলা ১১ টার দিকে সৈয়দপুর শহরের কয়ানানিজপাড়াতে অবস্থিত সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ চত্বরে এসব কর্মসূচী পালন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের পরিচালক ও সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের কিন্ডার গার্টেন শাখার পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন কাজী একরামুল হক।

সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সভাপতি ও স্থানীয় কামারপুকুর ডিগ্রি কলেজের প্রভাষক লায়ন রেজাউল হক। সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের কিন্ডারগার্টেন শাখার উপাধ্যাক্ষ জাবেদ আলী শেখের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লায়ন মো. মোখলেছুর রহমান জুয়েল, সহকারি প্রধান শিক্ষক লায়ন আতাউর রহমান, সহকারী অধ্যাপক লায়ন ফারুক আহম্মেদ, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের কর্মকর্তা লায়ন আতাহার হোসেন বাদশা, লায়ন কাজী মানিক প্রমূখ।

পরে ওই প্রতিষ্ঠান চত্বরে বৃক্ষরোপণ শেষে বিনামূল্যে প্রায় দুইশ মানুষের ডায়াবেটিস পরীক্ষা ও তাদের হাতে গাছের একটি করে চারা তুলে দেওয়া হয়।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ