
প্রকাশিত: জুলাই ৪, ২০২৫, ০৭:৫৭ পিএম
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলওয়ে স্টেশনে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
শুক্রবার (৪ জুলাই) বিকেল ৫টা ৪৫ মিনিটে উপজেলার উথলী রেলওয়ে স্টেশনের অদূরে মালবাহী ট্রেনের গার্ড রেক লাইনচ্যুত হয়। এই লাইনচ্যুতির কারণে এই স্টেশনের ওপর দিয়ে চলাচলকারী সব ধরণের ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, খুলনা থেকে গুড়সহ অন্যান্য পণ্য নিয়ে একটি মালবাহী ট্রেন চুয়াডাঙ্গার দিকে আসছিল। উথলী স্টেশনের কাছে অপর একটি ট্রেনের সাথে ওই ট্রেনের ক্রসিং হয়। পরে লুপ লাইন থেকে মেইন লাইনে উঠার সময় শেষ বগিটি লাইনচ্যুত হয়েছে। এতে খুলনা-যশোরের সঙ্গে দেশের উত্তরাঞ্চল, ঢাকার ট্রেন যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে।
উথলী স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খুলনার মোংলা থেকে সিরাজগঞ্জগামী মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর পাকশী বিভাগীয় কার্যালয়কে জানানো হয়েছে। সেখান থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে। উদ্ধার না হওয়া পর্যন্ত এই পথে সব ধরণের ট্রেন চলাচল বন্ধ থাকবে।