
প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ০৯:২৮ পিএম
পটুয়াখালী জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি স্নেহাংসু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন বাউফল উপজেলার কাউন্সিলর ও ডেলিগেটদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (৭ জুলাই) বিকেলে বাউফল উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক জব্বার মৃধা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সাবেক এমপি শহিদুল আলম তালুকদার, কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব কৃষিবিদ মিজানুর রহমান লিটু, ছাত্রদলের সাবেক সহসভাপতি মোজ্জামেল হক শরীফসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সৌজন্য অনুষ্ঠানে নবনির্বাচিত জেলা বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।