
প্রকাশিত: জুলাই ৯, ২০২৫, ১০:২৭ পিএম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার সভাপতি হিসেবে মাজেদুল ইসলাম ও সেলিম উদ্দিন সেক্রেটারী নির্বাচিত হয়েছেন। বুধবার (৯ জুলাই) সকালে নীলফামারী জেলা শহরের আল হেলালে সভা শেষে এই কমিটি গঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।
ছাত্রশিবির নীলফামারী শহর শাখার সদ্য সাবেক সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ মেসবাহুল করিম, রংপুর মহানগর সভাপতি নুরুল হুদা, জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম ও জেলা সেক্রেটারী মাওলানা আন্তাজুল ইসলাম বক্তব্য দেন।
সভায় ব্যালটে মাজেদুল ইসলাম সভাপতি ও সদস্যদের পরামর্শে সেক্রেটারী নির্বাচিত হন সেলিম উদ্দিন।
ইসলামী ছাত্র শিবির নীলফামারী সরকারী কলেজ শাখা সভাপতি হাসান আলী, সৈয়দপুর সভাপতি হাফিজুল ইসলাম উপস্থিত ছিলেন।