
প্রকাশিত: জুলাই ১০, ২০২৫, ০৮:১৩ পিএম
নাগেশ্বরীতে বিএনপির ফ্যাসিস্ট বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুড়িগ্রামের নাগেশ্বরীকে ফ্যাসিস্ট মুক্ত করতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং তার অঙ্গ সংগঠন। জুলাই-আগস্ট বিপ্লবের চেতনায় ফ্যাসিস্টমুক্ত নাগেশ্বরী বাস্তবায়নের লক্ষ্যে বুধবার বিকালে বিক্ষোভ মিছিলটি উপজেলা চত্বর মুক্তমঞ্চ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজার সভাপতিত্বে এ সময় সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সাধারণ সম্পাদক-পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট বজলুর রশিদ। এছাড়াও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল আলম শফি, যুগ্ম আহ্বায়ক তানজিমুল ইসলাম কিরণ, মোজাম্মেল হক দুদু, সদস্য সচিব মোখলেছুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক আবুল কাসেম সরকার, সদস্য সচিব আজিজুল হক, উপজেলা এনসিপির আহ্বায়ক হাফিজুর রহমান খান জুয়েল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমানসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা জানান, প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্যাসিস্টের দোসররা চেয়ার দখল করে আছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবিও তোলেন বক্তারা।