• ঢাকা শুক্রবার
    ১১ জুলাই, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

নীলফামারীতে নাগরিক প্ল্যাটফর্ম এর কমিটি গঠন

প্রকাশিত: জুলাই ১০, ২০২৫, ০৮:১৯ পিএম

নীলফামারীতে নাগরিক প্ল্যাটফর্ম এর কমিটি গঠন

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে মশিউর রহমান ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক আকতারুল আলমকে আহবায়ক ও ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক সীমা পারভীনকে যুগ্ম আহবায়ক করে ১৫সদস্য বিশিষ্ট ‘নাগরিক প্লাটফর্ম’ গঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে (১০ জুলাই) জেলা শহরের আলিয়া মাদরাসা সংলগ্ন এলাকায় অবস্থিত ডেমক্রেসিওয়াচ কার্যালয়ে সভা শেষে এই কমিটি গঠিত হয়। জেন্ডার সমতা অর্জন এবং বৈষম্য নিরসনে এই কমিটি কাজ করবে।
ডেমক্রেসিওয়াচ ফেসিং প্রকল্পের জেলা সমন্বয়কারী মজিবার রহমান জানান, স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ, প্রভাব বিস্তার, জবাবদিহিতা এবং মানবাধিকার লংঘনের প্রতিকার চাওয়ার ক্ষেত্রে নাগরিক সমাজের প্রতিনিধিত্ব, স্বীকৃতি ও অংশগ্রহন বৃদ্ধি করার লক্ষ্যে সমাজের সকল স্তরের নাগরিকদের কাছে পৌছানো এবং সংগঠিত করা।

উদয়াঙ্কুর সেবা সংস্থার মাঠ সমন্বয়কারী আব্দুর রউফ বলেন,  নাগরিক সমাজের সংগঠনের মধ্যে পারস্পারিক সহযোগিতা, অংশীদারিত্ব এবং নেটওয়ার্ক বৃদ্ধি করা, অন্তর্ভুক্তিমূলক ও গুরুত্বপ্রদানকারী নীতিমালা প্রণয়নের লক্ষ্যে নাগরিক সমাজের সংগঠনসমূহ জনগণ এবং সরকারের মধ্যে সহযোগিতা, যোগাযোগ, তথ্য আদান-প্রদান এবং সংলাপ, নাগরিক সমাজের সংস্থা এবং নেতৃবৃন্দের সক্ষমতা বৃদ্ধি করতে প্রকল্পটি কাজ করবে।

নাগরিক সম্পৃক্ততার (ফেসিং) প্রকল্প জিএফএ কনসাল্টিং গ্রুপ জার্মান-এর কারিগরি সহযোগীতায়, কানাডিয়ান হাইকমিশন এবং সুইজারল্যান্ড দুতাবাস এর আর্থিক সহযোগীতায় ডেমক্রেসিওয়াচ ও ইউএসএস নীলফামারীতে ফেসিং প্রকল্পটি বাস্তবায়ন করবে।
 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ