• ঢাকা শুক্রবার
    ১১ জুলাই, ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশিত: জুলাই ১১, ২০২৫, ১০:৩১ এএম

ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

সিলেট প্রতিনিধি

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে প্রায় ৩৪ কিলোমিটারজুড়ে দেখা দিয়েছে তীব্র যানজট। এতে বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাত থেকেই চরম ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা।

আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল বিশ্বরোড কুট্টাপাড়া মোড় হয়ে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত ছড়িয়ে পড়েছে যানজট। হাইওয়ে পুলিশ জানায়, ৬ লেনের কাজ চলমান থাকায় সড়ক সরু অবস্থায় রয়েছে। তাই সৃষ্টি হয়েছে এমন যানজট।

এছাড়া, আশুগঞ্জ ও বিশ্বরোড মোড় এলাকার রাস্তায় অসংখ্য খানাখন্দ ও বৃষ্টির কারণে যানবাহন ধীরগতিতে চলছে। কোথাও কোথাও গর্তে গাড়ি আটকে যাওয়ায় বাড়ছে যানজটের ভোগান্তি। যান চলাচল স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও জানিয়েছে হাইওয়ে পুলিশ।

আর্কাইভ