
প্রকাশিত: জুলাই ১১, ২০২৫, ০৮:২৬ পিএম
রাঙামাটিতে অনুষ্ঠিত হলো জাতীয় যুব শক্তি (এনসিপি)র প্রথম জেলা সমন্বয় সভা। শুক্রবার (১০ জুলাই) সকাল ১০টায় শহরের রাঙাশ্রী কমিউনিটি সেন্টারের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুব শক্তির সিনিয়র যুগ্ম সচিব দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি)। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সমন্বয়কারী জাহিদুল ইসলামসহ কেন্দ্রীয় যুব শক্তির নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে দ্যুতি অরণ্য চৌধুরী বলেন, “জাতীয় যুব শক্তি হবে দেশের সবচেয়ে সুশৃঙ্খল ও স্মার্ট সংগঠন। এ সংগঠনের মাধ্যমে দেশের যুব সমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করা হবে। যুব শক্তিই হবে এনসিপির মেরুদণ্ড।”
সভায় বক্তারা বলেন, “রাঙামাটির মানুষ রাজনৈতিকভাবে সচেতন—এটা আমাদের অনুপ্রাণিত করছে। আগামী আট মাস যুব শক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় আমরা সংগঠিত হয়ে নির্বাচনী মাঠে শক্ত অবস্থান নিতে প্রস্তুত। বিশ্বে যেসব রাষ্ট্র যুব সমাজকে যথাযথভাবে কাজে লাগিয়েছে, তারাই উন্নতির চূড়ায় পৌঁছেছে। আমরাও চাই, দেশের যুব সমাজ জাতীয় যুব শক্তির মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক।”
সভায় অংশগ্রহণকারীরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসে যুব শক্তির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও দিকনির্দেশনা নিয়ে মতামত তুলে ধরেন।
সমন্বয় সভার শুরুতে ‘জুলাই শহীদদের’ স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।