• ঢাকা রবিবার
    ১৩ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

চাঁদাবাজ সন্ত্রাসী কর্তৃক ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল

প্রকাশিত: জুলাই ১২, ২০২৫, ১০:০০ পিএম

চাঁদাবাজ সন্ত্রাসী কর্তৃক ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল

কুড়িগ্রাম প্রতিনিধি

দেশব্যাপী চলমান সকল প্রকার ধর্ষণ চাঁদাবাজী সহিংসতা ও মিডফোর্ড হাসপাতালের সামনে চাঁদাবাজ সন্ত্রাসী কর্তৃক ভাঙারী ব্যবসায়ী সোহাগকে নির্মম হত্যাকান্ডের প্রতিবাদে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সর্ব স্তরের জনসাধারণ।

হত্যাকান্ডের প্রতিবাদে শনিবার বিকালে একটি বিক্ষোভ মিছিল নাগেশ্বরী কলেজ মোড় থেকে বের হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্টান্ডে এসে সমাবেশ করে। এ সময় সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপজেলা শাখার সহ-সভাপতি জিএমএম আনছার আলী রয়েলে, সাধারণ সম্পাদক মাওলানা মো. রফিকুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা ইয়াসিন আলি, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আখতারুজ্জামান আব্বাসী, রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মেহেদী হাসান, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল হোসাইন, সানাউল কবীর সাদ, যুগ্ম সদস্য সচিব রবিউল আউয়াল জিহাদ, মাহাদী ইবনে পারভেজ প্রমুখ।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ