• ঢাকা রবিবার
    ১৩ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

মিডফোর্ডে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে সৈয়দপুরে ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: জুলাই ১২, ২০২৫, ১০:০৬ পিএম

মিডফোর্ডে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে সৈয়দপুরে ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশ

নীলফামারী প্রতিনিধি

সারাদেশে রাজনৈতিক দলের নেতাকর্মীদের চাঁদাবাজি, খুন, ধর্ষণ, নির্যাতন, জুয়া, মাদক কারবারি ও যুবদল নেতা কর্তৃক পুরান ঢাকার ভাঙ্গারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) সন্ধ্যা ৭ টায়  শহরের সিএডি মোড় এলাকায় সৈয়দপুরের সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ সমাবেশে স্থানীয় শিক্ষার্থীরা বক্তব্য দেন।

বক্তারা বলেন ,মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এটা দেখে আমরা আসলে মর্মাহত, লজ্জিত এবং শঙ্কিতও বটে। আমরা বারবার বলে এসেছি, বাংলাদেশে যে কোনো ব্যক্তি যদি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করে, সে যদি দলের হয়, তাহলে সে দলীয় সন্ত্রাসী, সে যদি কোনো ব্যক্তিগত অন্যায় করে তাহলে ব্যক্তিগত অন্যায়। পরে সেখান থেকে ছাত্র-জনতা বিক্ষোভ মিছিলসহ শহরের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় রাজধানীর মিডফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা প্রকাশ্যে পাকা রাস্তার ওপর সোহাগকে পাথর ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ