• ঢাকা সোমবার
    ১৪ জুলাই, ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

সরকারকে উদ্যোগ নিতে হবে মব নিয়ন্ত্রণে: জাপা মহাসচিব

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৫, ০৮:১৫ পিএম

সরকারকে উদ্যোগ নিতে হবে মব নিয়ন্ত্রণে: জাপা মহাসচিব

নীলফামারী প্রতিনিধি

জাতীয় পার্টির নব-নির্বাচিত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, দেশে চলমান রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া অত্যন্ত ত্রুটিপূর্ণ এবং অপূর্ণাঙ্গ। তিনি অভিযোগ করে বলেন, সব দলের মতামত নেওয়া হলেও জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হচ্ছে না। এটি একপাক্ষিক ও অসম্পূর্ণ সংস্কার প্রক্রিয়া।

রোববার (১৩ জুলাই) বিকালে সৈয়দপুর বিমানবন্দরে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শামীম হায়দার বলেন, দেশে বর্তমানে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে গেছে। মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, মব সৃষ্টি করা হচ্ছে। এ অবস্থায় কোনোভাবেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

তিনি বলেন, সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে মব নিয়ন্ত্রণে। নির্বাচন উপযোগী পরিবেশ সৃষ্টি করতে হবে, যেখানে সকল দল সমান সুযোগ পাবে। নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তখনই জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এছাড়াও উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র গোলাম মোস্তফা, নীলফামারী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাজ্জাদ পারভেজ, জলঢাকা উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ মঞ্জুরুল ইসলাম মঞ্জু উত্তরাঞ্চলের জাতীয় পার্টির নেতাকর্মীরা।

ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী জাতীয় পার্টির মহাসচিব নির্বাচিত হ‌ওয়ার পরে এ প্রথম উত্তরাঞ্চলে আসায় সৈয়দপুর বিমানবন্দরে নেতা-কর্মীরা ফুলেল শুভেচ্ছা জানাতে ভিড় জমায়।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ