
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫, ০৮:২৫ পিএম
গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত, গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে জেলা ছাত্রদলের উদ্যোগে। সোমবার (১৪ জুলাই) দুপুরে জেলা শহরের পৌর মার্কেটস্থ দলীয় কার্যালয় চত্বরে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এরআগে দলীয় কার্যালয় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম। বক্তব্য দেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আতিকুল ইসলাম নিশান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস জীবন, সাংগঠনিক সম্পাদক রাজু পারভেজ, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোখলেছুর রহমান কাজল, সদস্য সচিব আসলাম পারভেজ বিদ্যুৎ এবং নীলফামারী সরকারী কলেজ ছাত্রদলের সদস্য সচিব পায়েলুজ্জামান রক্সি।