 
              প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫, ০৮:২৫ পিএম
 
                 
                            
              বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। রাজপথে যখন বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন নামবে সেদিন কিন্তু আপনারা পালানোর জায়গা খুঁজে পাবেন না।
সারাদেশে ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দলের বিক্ষভ মিছিলে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এড. কামরুজ্জামান ভুট্টো।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকালে সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড় থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুলনা রোড মোড়ে গিয়ে শেষ হয়।
তিনি বলেন, বাজে মন্তব্য না করে সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে এসে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে ভোট দিবে সেই কোথায় আসবে। কিন্তু সেই ভোটকে বাঁধা গ্রস্থ করবেন, মত সৃষ্টি করবেন, অস্থিতিশীল পরিবেশ তৈরি করবেন এটি আমরা মেনে নেব না। আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই আমাদের আন্দোলন শেষ হয়নি। সারাদেশে প্রশাসনের দুর্বলতায় বাংলাদেশের একটি ফেসিবাদী গোষ্ঠী নতুন করে মাথা চাড়া দিয়ে উঠছে। হাসিনার পেত-আত্মার মত তারা দেশের আইন-শৃঙ্খলা প্রস্তুতির অবনতি ঘটনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মিছিলে এসময় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ‘জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’, ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’, ‘জামায়াত-শিবিরের চামড়া, খুলে নেব আমরা’, ‘এনসিপির চামড়া, খুলে নেব আমরা’ প্রভৃতি স্লোগানে মুখরিত করে বিক্ষোভ প্রদর্শন করে।
মিছিলে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজিব, যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম, খালিদ হাসান সুমন, রুহুল আমিন পাড়, আসাদুজ্জামান খোকা, রাজিবুল ইসলাম রাজিব, মোহাসিন আলম, মোখলেছুর রহমান, বাচ্চুসহ সাতক্ষীরা জেলা ও বিভিন্ন উপজেলা শাখার নেতাকর্মীরা অংশ নেন।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      