
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০৮:৫৫ পিএম
পঞ্চগড়ের বোদা উপজেলার মালকাডাঙ্গা ও সদর উপজেলার শিংরোড সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশু সহ ২৪ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার গভীর রাতে তাদের সীমান্ত দিয়ে বাংলাদেশ পুশইন করে বিএসএফের সদস্যরা। এদের মধ্যে ৮ জন করে নারী, পুরুষ ও শিশু রয়েছে। পরে তাদের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের দাড়িয়ার মোড় ও সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এলাকায় বিজিবির টহল দল আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায়। জিডিমূলে আটককৃতদের হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।
আটকৃতরা নড়াইল ও বাগেরহাট জেলার বাসিন্দা বলে জানা গেছে।
বিজিবি জানায়, বুধবার রাত একটার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা সীমান্তের মেইন পিলার ৭৭৪ এর ১০ নম্বর সাব পিলার এলাকা দিয়ে নারী, পুরুষ ও শিশু সহ ১৭ জনকে পুশইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ১৩০ ব্যাটালিয়নের কুটিলা বিওপির সদস্যরা। পরে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের মালকাডাঙ্গা বিওপির সদস্যরা ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দাড়িয়ারমোড় এলাকায় তাদের আটক করে।
এদিকে, বুধবার রাত তিনটার দিকে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড সীমান্তের মেইন পিলার ৭৬৪ এর ১২ নম্বর সাব পিলার এলাকা দিয়ে নারী, পুরুষ ও শিশু সহ ৭ জনকে পুশইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের খয়েরবাড়ি ক্যাম্পের সদস্যরা। পরে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের শিংরোড বিওপির সদস্যরা ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণপাড়া এলাকা থেকে তাদের আটক করে।
আটককৃত উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্বাবধানে রেখে পরিচয় নিশ্চিত করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
এর আগে, আট দফায় নারী, পুরুষ ও শিশু সহ ১১৬ জনকে পুশইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার দিবাগত রাতে পুশইন হওয়া ২৪ জন সহ ১৪০ জনকে পুশইন করেছে বিএসএফ।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, পুশইন হওয়া ১৭ জনকে আমাদের কাছে হস্তান্তর করেছে বিজিবি। তাদের পরিচয় নিশ্চিত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, পুশইন হওয়া ৭ জনকে বিজিবি আমাদের কাছে হস্তান্তর করে। পরে একজন বাংলাদেশী কিনা তার পরিচয় নিশ্চিত না হওয়ায় বিজিবি তাকে নিয়ে গেছেন। আমার ৬ জনের নিরাপত্তা ও বসবাসের ব্যবস্থা নিশ্চিত করছি।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল শেখ মো বদরুদ্দোজা বলেন, অবৈধ উপায়ে ২৪ জনকে পুশইন করেছে বিএসএফ। তারা দীর্ঘদিন আগে বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিলেন। ২৩ জন বাংলাদেশী বলে জানা গেছে। তবে একজনের পরিচয় নিশ্চিত না হওয়ায় ওই ব্যাক্তির ব্যাপারে বিএসএফের সাথে যোগাযোগ করা হচ্ছে।