• ঢাকা শুক্রবার
    ১৮ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
জামায়াত নেতা ফজলুর রহমান সাঈদ

গোপালগঞ্জ স্বাধীন করতে কয়েক ঘন্টা সময়ও লাগবেনা

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০৯:০৯ পিএম

গোপালগঞ্জ স্বাধীন করতে কয়েক ঘন্টা সময়ও লাগবেনা

জয়পুরহাট প্রতিনিধি

কি মনে করেন, গোপালগঞ্জ স্বাধীন করতে কয়েক ঘন্টা সময়ও লাগবেনা, গোপালগঞ্জে এনসিপির নেতা কর্মীর উপর হামলার ঘটনায় নিষিদ্ধ আওয়ামীলীগ ও ছাত্রলীগকে উদ্দেশ্যে করে জয়পুরহাটে জামায়াতের সমাবেশে কেন্দ্রীয় সুরা সদস্য ও জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ এসব কথা বলেন।

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যার আগে জয়পুরহাট শহর  ও সদর জামায়াতের উদ্যোগে শহরের শহীদ মিনার থেকে মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেযে জিরো পয়েন্টে এসে শেষ হয়।

সেখানে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডল ও সহকারি সেক্রেটারী হাসিবুল আলম লিটন, এ্যাড. মামুনুর রশিদ, শহর জামায়াতের আমীর আনোয়ার হোসেন, সদর জামায়াতের আমীর ইমরান হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

আর্কাইভ