
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ০৬:২৬ পিএম
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কালিয়াকৈরের বড়চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- বগুড়ার ধুনট উপজেলার ঈশ্বরঘাট এলাকার ছবেদ আলীর ছেলে মো. জাহিদুল ইসলাম (৩৭), তার স্ত্রী নাসরিন আক্তার (৩২) ও তাদের ১০ বছরের ছেলে আবু হুরাইরা। অপরজন হলেন গাজীপুরের মাওনার কেউরা এলাকার শফিকুল ইসলাম (৫৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাওনা এলাকা থেকে ৫ যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কালিয়াকৈরের উদ্দেশে রওনা দেয়। অটোরিকশাটি কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বড়চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে জাহিদ ও তার ছেলে নিহত হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় জাহিদের স্ত্রী ও শফিকুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) বজলুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।