• ঢাকা শনিবার
    ১৯ জুলাই, ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

নীলফামারীতে সেনা অভিযানে জালিয়াত চক্রের হোতা গ্রেপ্তার

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ০৯:৫৬ পিএম

নীলফামারীতে সেনা অভিযানে জালিয়াত চক্রের হোতা গ্রেপ্তার

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডোমারে সেনাবাহিনীর অভিযানে সুদ ব্যবসায়ী ও জালিয়াত চক্রের হোতা শাহজাহান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনী।

এলাকাবাসীর নানা অভিযোগের ভিত্তিতে তার বাসায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির নীলফামারী আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার রওশন আলী।
যৌথ অভিযানের সময় শাহজাহানের ঘর থেকে বেশ কিছু ফাঁকা স্ট্যাম্প, চেক, ও জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহজাহান দীর্ঘদিন ধরে চড়া সুদে টাকা ধার দিতেন। টাকা দেওয়ার সময় তিনি মানুষদের কাছ থেকে ফাঁকা স্ট্যাম্প, চেক ও জাতীয় পরিচয়পত্র রেখে দিতেন। পরবর্তীতে লেনদেনে সমস্যা হলে ফাঁকা কাগজে ইচ্ছেমতো টাকার অঙ্ক বসিয়ে প্রতারণা করতেন। তার এ কর্মকাণ্ডে অনেক মানুষ নিঃস্ব হয়ে পড়েছে।
অভিযানের সময় সেনাবাহিনীর দাবি, শাহজাহান তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং অস্ত্র ও ম্যাগাজিন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এমনকি বাড়ির গেট বন্ধ করে সেনা সদস্যদের ওপর আক্রমণের নির্দেশ দেন। পরে তাকে গ্রেপ্তার করে ডোমার থানায় হস্তান্তর করা হয়।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) আরিফুর ইসলাম জানান, আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ